ব্যক্তিত্ব: জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী
✅ জেনারেল ওসমানী জন্ম করেন ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর।
✅ ম্যাট্রিক পরীক্ষায় সমগ্র ভারতবর্ষে প্রথম হওয়ায় পেয়েছিলেন ব্রিটিশ সরকারের প্রাইওটোরিয়া পুরস্কার।
✅ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে যোগ দেন ব্রিটিশ- ভারতীয় সেনাবাহিনীতে।
✅ ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
✅ ১৯৪২ সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর।
✅ তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত চট্টগ্রাম সেনানিবাস।
✅ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে ওসমানী ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর 'ডেপুটি ডাইরেক্টর অব মিলিটারি অপারেশন'।
✅ তাঁর প্রচেষ্টাতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’ গানটিকে ইস্টবেঙ্গল রেজিমেন্টের মার্চ/ রণসঙ্গীত হিসেবে মনোনীত করে পাকিস্তান সরকারের অনুমোদন লাভ করে।
✅ অবসরে যান ১৯৬৭ সালের ১৬ই ফেব্রুয়ারি।
✅ ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগ দান করেন এবং ৭০-এর নির্বাচনে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
✅ ৭১এর রণাঙ্গনে মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে অবসর থেকে ফিরে আসেন সেনাবাহিনীর পোষাকে। মুজিব নগর সরকারের সাথে মুক্তিযুদ্ধের সেনাপ্রধান হিসেবে অবস্থান নেন ভারতে।
✅ ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
✅ জাফর উল্লাহ চৌধুরীর ভাষ্যমতে ১৬ই ডিসেম্বর ওসমানীকে আত্নসমর্পন অনুষ্ঠানে আসতে দেয়া হয়নি।
✅ মুক্তিযুদ্ধের অসামান্য বীরত্বের জন্য জনগণ তাঁকে বঙ্গবীর খেতাব দেয়। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালীন সময়ে তাকে ‘পাপা টাইগার’, ‘টাইগার ওসমানী’, ‘বঙ্গশার্দুল’ প্রভৃতি নামে অলঙ্কৃত করা হয়েছে।
✅ ১৯৭২ সালের ১২ এপ্রিল ওসমানী মন্ত্রিসভায় যোগ দেন অভ্যন্তরীণ নৌ যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।
✅ ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হলে ওসমানী সংসদ সদস্যপদ এবং আওয়ামী লীগের সদস্যপদ ত্যাগ করেন।
✅ ১৯৭৮ ও ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার গঠিত দল, "জাতীয় জনতা পার্টি" থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন।
✅ ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে লন্ডনের সেন্টপল হাসপাতালে ইন্তেকাল করেন।
১৬ই ডিসেম্বর ওসমানী কোথায় ছিলেন জানতে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি:
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে: https://www.facebook.com/groups/2402590596708193