শুধু তোমারই আসার ব্যন্জনায়,
মেতে ওঠে এ মেদিনী সুরের মূর্ছনায়।


মিশ্রিত শত আবেগে এ প্রকৃতিতে হয় তোমার অারাধোনা,
মুহূর্ত ব্যপী যেন বেড়ে ওঠে তোমাকে না পাওয়ার যন্ত্রণা। 

কখনও রাতের আধার মলীন হয়ে নেমে আসে  জীবনে,
কখনও বা ভোরের কুয়াশায় ছেয়ে যায় তা অতি সন্তর্পনে।

চাদ,সূর্যের ন্যায় হয়ে ওঠা সকল ভালোবাসার প্রীতি,
সূর্যের তাপের মত যেন মস্তিষ্ক ঠুকরে খাচ্ছে সকল অস্ফুট স্মৃতি।

বিনম্র,স্পর্শকাতর নাম না জানা কত বুলি,
একে দিয়ে ছিল কিছু স্বপ্ন আমার চিত্রকলার তুলি।

আর মনের খোরাক যোগানো ঐ লাল টিপ,
বুঝি স্নিগ্ধতা পেয়েছিল আমার এই সাধের বদ্বীপ। 

আমি জানি,
থাকবে না আটকে এ হৃদয় কথা চার দেয়ালের গদ্যে,
উন্মোচিত হবে কেশের ঝাপটানিতে সদ্য ফোটা কোন পদ্যে।

শুধু  তারি ভাবনাতে এ মনে থাকে না কোন খেয়াল,
আর ক্ষনে ক্ষনে আটকে দিচ্ছে কোন এক অদৃশ্য মায়াজাল।
এক অন্ধকার রাতের পরে.........

হারিয়ে গেছে ইচ্ছেগুলি লেলিহান শিখায় গিয়ে,
মুছে গেছে স্বপ্নগুলো যা দেখেছিলাম তোমায় নিয়ে।


উক্ত কবিতাটি একটি স্মৃতিচারন মূলক কবিতা।কাউকে নিয়ে দেখা কতগুলো স্বপ্ন যে কত মূল্যবান হতে পারে তা তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করা হয়েছে এই কবিতায়। 
আব্দুল্লাহ মাহফুজ
ঠিকানাঃ কোটালিপাড়া, গোপালগঞ্জ। গ্রামঃদক্ষিন কয়খা। শ্রেনীঃদ্বাদশ কলেজঃ সরকারি বিজ্ঞান কলেজ,তেজগাঁও, ঢাকা