ভালোবাসাময় দিন - মোহাম্মদ ইয়াজ উদ্দিন শিশির
খুব ভোরে পুব আকাশে উঁকি দিল দিবাকর
আকাশটা খুব পরিষ্কার
নেই কালো মেঘের আনাগোনা
কোথাও নেই কোনো অন্ধকার।
ফুলের মিষ্টি ঘ্রাণে বাগানটা সুরভিত
চারদিকে ভিড় করেছে নানা রঙের প্রজাপতি
খুব সাজানো গোছানো পরিবেশ,
যেন আয়োজন করেই বরণ করে নিচ্ছে প্রকৃতি।
পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত
নেই কোনো যান্ত্রিক কোলাহল।
শহর থেকে বহু দূরে,
দৃষ্টিসীমা পর্যন্ত সবুজের মিছিল।
দীঘির ধারের প্রকান্ড গাছটার নিচে,
আরো কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করছে।
দীঘির জলে ছায়া পড়েছে মানব-মানবীর,
দৃশ্যটা দেখতে খুব অসাধারণ লাগছে।
হলুদ পাঞ্জাবি আর নীল শাড়ি,
মিলেমিশে আজ একাকার।
আলিঙ্গন করছে দুজন-দুজনাকে,
এটাই তো সময় ভালোবাসার।
সকাল পেরিয়ে দুপুর হলো,
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল।
এখনো তো অনেক কথা বলার বাকি,
কতো অনুভূতি অপ্রকাশিত রয়ে গেলো।
তড়িঘড়ি করেই অস্ত গেলো সূর্যটা,
কীভাবে যেন পার হয়ে গেলো সারাদিন।
আজকে কোনো অভিমান-অভিযোগ নেই,
আজ শুধু ভালোবাসা আদান-প্রদানের দিন।