তুমি আসবেই - লিখেছেন - শাহরিয়ার রিফাত সরকার
আমি ফিরে আসি অনন্ত
আকাশের অসীম সীমা হতে!
ওপার হতে, কৃষ্ণগহ্বর থেকে
ঘোর তমসা আর ছায়াপথে
ছড়িয়ে থাকা অজস্র নক্ষত্রের
উদ্ভাসিত আলো নিয়ে!
সূর্যের প্রখর তেজে নিজেকে
বলীয়ান করি তোমার জন্যে!
সেই সহস্র দিব্যবর্ষ আগে,
যখন স্রষ্টা অনস্তিত্বকে অস্তিত্বে
আনেন, সেই শুরু থেকে আমার
এই সত্তা অধীর হয়ে আছে
তোমার জন্যে! হ্যাঁ, তোমার জন্যে!
তোমার অপেক্ষায় এই ধরিত্রীমাতার
কোলে কেটেছে আরো সতেরোটি বসন্ত।
তুমি যদি চাও তবে আরোও
মিলিয়ন বছর পার করে দিতে পারি!
আমার দৃঢ় বিশ্বাস,
কোন এক বসন্ত-প্রভাতে
রক্তিম-রঙ্গনা বসনে আসবে
তুমি! তুমি আসবেই!!