আমি শ্রমিক শ্রেণি
উপেক্ষিত গণ,শোষিত প্রজাতি

সম্মান আনি,বিনিময়ে পাই লাথি।

কারসাজি মোর, রন্জিত সৃষ্টি 
খুলিলে দোর;পুষ্পিত বৃষ্টি। 
কারিগর আমি উপহেলীত জন
অগোচরে আমি,আমি নিষ্প্রয়োজন

তোমার ঘরে অন্ন আনে যে জন
অনাহারে মরে, অব্যক্ত সে কথন।

পরণে চেয়ে দেখো 
ঝুলে মোরও রেশম।
বাহারী সজ্জা আনি
ছেঁটে দু-একটি পশম।

তোমার বটবৃক্ষ বিশাল নিকেতন
থাকো উচ্চ তলায়। 
শ্রম দিলো যে'জন
চেয়ে দেখো আছে পড়ে বস্তিকোঁনায় কিবা অজপাড়াগাঁয়

তোমার অন্ন বস্ত্র বাসস্থান 
যা কিছু লাগে জোগান
ঘাম শ্রমে আছে মম অবদান
তবে লাথি কেন?রেখো সম্মান।

তোমাতে মুচকি হাঁসি,সুন্দর ব্যবহার
উৎসাহিত আমি, ঢালি শ্রম ভুলি অনাচার।
মুচে যাক উঁচু-নিচু শ্রমিক-বণিক যত ব্যবধান
জয় হোক মানব-মানবতার।



আব্দুল্লাহ আল রায়হান
পড়ছি সরকারি বিজ্ঞান কলেজে।দেশ ও জাতি কে নিয়ে ভাবতে ভালো লাগে।অবসরে লিখি।