তুমি তো একাত্তরের ত্রিশ লক্ষ শহিদের আত্মোৎসর্গের অর্জন
তুমি সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের গর্জন।
বায়ান্নর ভাষা শহিদদের জন্মভূমি তুমি
অপার সৌন্দর্যের এক লীলাভূমি।
তুৃমি নদীমাতৃক দেশ,
জোয়ার-ভাটার খেলা তোমার বুকে মানিয়েছে বেশ।
তুমি ইতিহাসখ্যাত বহু মহামানবের জননী,
তোমার উদরে জন্মেছে কতো মহাজ্ঞানী।
যুগে যুগে তুমি জন্ম দিয়েছো অসংখ্য দামাল ছেলে,
তোমার সম্মান রক্ষা করেছে তারা জীবনের মায়া ফেলে।
তোমার আলো,বাতাস,মাটি
সবই একেবারে খাঁটি।
শিল্পীর সামর্থ্য নেই শিল্পকর্মে তোমাকে ফুটিয়ে তোলার
সাহিত্যিকের সামর্থ্য নেই লেখনীতে তোমার মাধুর্য বর্ণনা করার।
সৌন্দর্যে তুমি অতুলনীয়,
রূপ-লাবণ্যে অবর্ণনীয়।
তুমি ষড়ঋতুর বৈচিত্র্যপূর্ণ দেশ
তুমি তো মাছে-ভাতে বাঙালির বাংলাদেশ।

মোহাম্মদ ইয়াজ উদ্দিন শিশির
প্রেম,প্রকৃতি,দেশ ও চারপাশের মানুষজন নিয়ে ভাবুক একজন উদাসীন মানুষ...