১২ মাসে-৬ ঋতুর আগমনী বার্তায় -
বিভোল মোরা -মোরা সব, বাঙালী জাতি। 
বৈশাখ -জ্যৈষ্ঠ এ ২ মাস নিয়ে -হয় 
 প্রথম আগমন ,গ্রীষ্মকালের-
গ্রীষ্ম নিয়ে আসে বাঙালীর নিকট, 
গরমের দমকা হাওয়া -
সঙ্গে, আম,জাম,কাঁঠাল,  লিচু......
কতো -ফল খাবারের আয়োজন। 

গরমের শেষে, 
আষাঢ় -শ্রাবণ ২ মাস নিয়ে, আগমন যে বর্ষাকালের। 
বর্ষাকালে যায় দেখা -
আকাশখানি, কালো মেঘে ঢাকা। 
বিলেঝিলে-শাপলা ফুলের মেলা
নদ-নদীতে, নদী ভাংগনের খেলা
পানির সাথে, শত মাছের -বারংবার যতো আড্ডা। 

বর্ষার পরে, ভাদ্র -আশ্বিন এই ২ মাস মিলে 
আগমন,শরৎকালের। 
মনের মাধুরীতে হারিয়ে যাওয়া -
কাশবনে, কাটে -পড়ন্ত  বিকেলবেলা। 

শরৎ শেষ না হতেই! 
কার্তিক -অগ্রহায়ন ২ মাস মিলে হয়,হেমন্ত। 
 হেমন্তে- 
কৃষকের ফসল কাটার আমেজ। 

আমেজ শেষে, 
পৌষ আর মাঘ ২ মাস মিলে 
আগমন, কনকন শীতের ঠান্ডা হাওয়ার
কুয়াশায়, ঢেকে থাকা যে -
সব, পথ -প্রান্তর। 
গ্রামে- গ্রামে মেহমানের, নিমন্ত্রণ
করা হয় -পিঠাপুলির বর্ণিল আয়োজন। 
 
পৌষ -মাঘের শীত শেষে, 
ফাল্গুন, চৈএ -২ মাস নিয়ে,
 আগমন  বসন্ত। 
বসন্তে -কোকিলের ডাক, 
শুনা যায়- গাছের ডালে কুহ, কুহ

এভাবেই তো! হুষ্ট করে মোদের প্রাণ-
১২ মাসের ৬ ঋতু -
বাংলাদেশের ষড়ঋতু।


তানজিন আক্তার
একজন সাহিত্য প্রেমী,তিনি বর্তমানে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ছেন,২০১৯ সালে সাতারকুল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস. সি পরীক্ষা দেন। E-Mail: bd3tanjin8989@gmail.com