আমি তাহাদেরই জয়গান গাই -
ধরনীর বুকে, মাতৃভূমির জন্য.....
যতো শহিদের আত্মপ্রাণ। 
মানবিক বাগান, কমলবনের জন্য 
রাজপথে নেমেছে, যতো বাঙালী বীর। 

অবিরত অবিনাশী, বাংলা বর্ণমালার জন্য 
শহিদ  হলেন -সালাম, রফিক, 
 জব্বার, বরকত 
আরো নাম না জানা...... কতো তরুণেরই আত্মপ্রাণ। 

রক্তে রঞ্জিত করেছে..... অসুর নৃত্যর খেলা 
এই বাংলার রাজপথ -
থামেনি, তবুও থামেনি! 
নীরিহ বাঙালীর উপর ঝেঁপে পড়েছে

অবশেষে, জেগেছে এই বাংলার.....৭১ এর, নীলকমলেরা 
বাংলার বাঘেরা খেপেছে 
করেছে, বিনাশ অবশেষে ......অসুর নৃত্য প্রাণের খেলা।


 

তানজিন আক্তার
একজন সাহিত্য প্রেমী,তিনি বর্তমানে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ছেন,২০১৯ সালে সাতারকুল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস. সি পরীক্ষা দেন। E-Mail: bd3tanjin8989@gmail.com