পুরস্কার বিজয়ী কবিতা: শুভেচ্ছা তোমাকে
শুভেচ্ছা তোমাকে
অন্ধকার রাতের পর
পৃথিবীর বুকে আলো নিয়ে আসে সূর্য।
অনেক দুঃস্বপ্নের পর
একটি সুন্দর স্বপ্ন নিয়ে
ঘুম ভেঙে যায় আমাদের।
অনেক কষ্টের পর সুখটাকে আমরা
গভীর ভাবে অনুভব করতে পারি।
পরিক্ষার কষ্টের পর
ভালো একটি সফলতার রেজাল্ট
আমাদের সব কষ্ট দূর করে দেয়।
তীব্র গরমের পর
মুসলধারে বৃষ্টি একটা প্রশান্তি এনে দেয়।
কালো রঙ আছে বলে আমরা দেখতে পাই রঙিন রঙ গুলো।
আজ আমি তোকে সুন্দর একটি সকাল দিলাম,
আজ আমি তোকে সুন্দর একটি স্বপ্ন দিলাম,
আজ আমি....তোকে জীবনের সুন্দর একটি সুখের দিন দিলাম,
আর দিলাম বুক ভরা ভালোবাসা।