পুরস্কার বিজয়ী কবিতা: স্বপ্ন ওড়ে ডানা মেলে
সাহিত্য সন্দর্শন আয়োজিত- ২য় সাহিত্য উৎসব ''ধ্রুপদ''- এর কবিতা প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটেগরীতে ১ম পুরস্কার বিজয়ী কবিতা, "স্বপ্ন ওড়ে ডানা মেলে",
লিখেছেন- শ্রেয়া সাহা
স্বপ্ন ওড়ে ডানা মেলে
স্বপ্ন আমার ডানা মেলে ওড়ে,
সে আকাশ ছুঁয়ে মেঘের উপর চড়ে,
বাতাসের সাথে ফিসফিসিয়ে কী যেন কথা বলে,
আমার স্বপ্ন ঝিলে ফুটে শত শতদলে।
স্বপ্ন আমার যায় হারিয়ে আকাশের গায়ে,
স্বপ্ন আমার যায় যে ভেসে ময়ূরপঙ্খী নৌকায়।
স্বপ্ন আমার আলোর সঙ্গে হাসে,কথা বলে,
আমার স্বপ্ন ভাঙলে পরে চোখ যে ভাসে জলে।
স্বপ্ন আমার স্বাধীন হয়ে ওড়বার,
সকল বাধা ভাঙতে চাই এ আমি ।
কিন্তু সে মনের মাঝেই থাকে,
বাস্তবে সে স্বপ্ন কেবল নামই।
স্বপ্ন আমার নতুন কিছু করার,
তারার কাছে বার্তা দেওয়ার মতো।
কিন্তু সে স্বপ্ন যে কল্পনাই
মনের মাঝে দুঃখ জমে শত।
স্বপ্ন ওড়ে ডানা মেলে, স্বাধীন পাখি হয়ে,
নীলিমার বাণী শুনে স্বপ্ন আমায় লয়ে
কল্পনায় হারিয়ে সুখী হতে শেখায়।
আমার স্বপ্ন আমার কাছে বাস্তবতাই চায়।