পুরস্কার বিজয়ী কবিতা: শেষ চিঠি
শেষ চিঠি
দেশমাতারই জন্যে মাগো তোমায় দিলাম একলা ছাড়ি
মাগো তুমি ভালো থেকো,পুত্র তোমার আসবে ফিরি।
সান্ত্বনা যে মিথ্যে দিলাম, রাগ করো না মা
দেশটারে যে মুক্ত করবোই-পণ করেছি না?
প্রতিক্ষণে শুধুই মাগো তোমায় পড়ে মনে
আঁচলখানি দাও ভাসায়ে আমার সমুখ পানে।
যত রকম আছে স্নেহ যুগ-যুগান্তের পাড়ে
তাতে তুমি ঢেলে দিতে কতই যতন করে!
মনে পড়ে শৈশবের সেই হারানো স্মৃতিগুলো
তোমার কোলে ঘুমিয়ে শোনা হাজারো গল্পগুলো।
রাজপুত্তুর, কোটালপুত্তুর, পঙ্খীরাজ ঘোড়া
শিহরণে যেন বারবার গায়ে দিত সাড়া।
তোমার হাতের মোয়া–মুড়কি, নাড়ু আর চিড়ে ভাজা
খেতে আর পাবো না মা গো–বলো এ কেমন সাজা?
বর্বর তারা পাক–বাহিনী, খায় যে রক্ত চুষে
বঙ্গমাতার মাটিকে তারা ভাঙ্গছে পিষে পিষে।
ব্যর্থ করে তাদের লালসা
সফল মোরা হবোই সহসা,
মোদের সনে লড়াই করে হবে পরাহত
স্বাধীন ধ্বজা দৃঢ় হাতে উড়বে অবিরত।
আজি রাতে লড়াই হবে কালুদিঘির ময়দান
মিলিটারি ক্যাম্পটারে মোরা করবো যে খানখান।
তবু কেনো হায় ভয় ভাসে হিয়া কোণে
যমদূত বুঝি দিল মোরে ডাক দূর সে গহীন বনে।
বলতে তুমি বাপ নাকি মোর গগনের তারা হয়ে দোলে
সেই তারারই দো'য়া লয়ে যাই তব রণস্থলে।
দো'য়া করো তোমার ছেলে যেন পারে সফল হতে
তোমার পায়ের তলায় বেহেশত, পারে সেথায় যেতে।
পড়বে যখন আমার চিঠি আকাশ পানে তাকিয়ে থেকো
তারা হয়ে জ্বলবো আমি আমার পিতার পাশেই দেখো।
ভালো থেকো মা।