প্রাক্তন - লিখেছেন - ফাইরুজ আফরোজ
আমি জানি, আজ এই আমিই
তোমার প্রচন্ড বিরক্তির কারণ!
তবে গতকাল অবদি,
তোমার সেই অট্টহাসির
উৎস ছিলাম কেবল আমি!
কুয়াশাচ্ছন্ন পথে যখন
কিশোর কিশোরীর দেখা মেলে,
দুই চোখ আপনা আপনি
জলে পরিপূর্ণ হয়ে ওঠে।
জানো! আমার ককানের আওয়াজ
আজ পাখিদের অতিষ্ট করে তোলে
কারণ,
তুমি যে সাজতে ব্যস্ত আজ অন্যের মেহফিলে!