আমি জানি, আজ এই আমিই
তোমার প্রচন্ড বিরক্তির কারণ!
তবে গতকাল অবদি,
তোমার সেই অট্টহাসির
উৎস ছিলাম কেবল আমি!
কুয়াশাচ্ছন্ন পথে যখন
কিশোর কিশোরীর দেখা মেলে,
দুই চোখ আপনা আপনি
জলে পরিপূর্ণ হয়ে ওঠে।
জানো! আমার ককানের আওয়াজ
আজ পাখিদের অতিষ্ট করে তোলে
তবুও আজ তা তোমার কর্ণভেদ হবার সাধ্য রাখেনা।
কারণ,
তুমি যে সাজতে ব্যস্ত আজ অন্যের মেহফিলে!  


 

ফাইরুজ আফরোজ মায়িশা
এইচএসসি পরিক্ষার্থী। এই আধারের মাঝে প্রতিনিয়ত ছুটে চলেছি এক মুঠো আলোর সন্ধানে।