আগমন নিখুঁত তুল্য হয়ে।
যত্নে তত্রে বয়োবৃদ্ধি হয়েও কি নিখুঁত তুল্য আছ?
এরই মধ্যে জগৎ, ব্রমান্ডের সেরা জীব প্রমাণিত!
দিনের পর দিন উৎসুক হয়ে থাক,
আত্মাকে বিসর্জন দিবে বলে।
কালের মায়াবী খেলায়, হায় হায়ে মেতে উঠ!
এরই মধ্যে সময় গেল পুরিয়া,
হাতে আছে মাত্র কিছুক্ষণ!
সজিবুল ইসলাম বাবু
ঢাকার এক সরকারি কলেজে পড়ালেখা দিন অবস্থায় আছি