পুরস্কার বিজয়ী কবিতা: গোঁজামিলের ছড়া
গোঁজামিলের ছড়া
ছোট্টবেলায় লাল শাপলার বিলে
আকাশ কাঁপানো বিকট বজ্রঝড়
নৌকো তখন উল্টেই যাবে প্রায়
তাকিয়ে ছিলুম ভীষণ ই চিন্তায়।
না, তবে ভয় কিছু হচ্ছেনা
ডুবে ছিলাম গভীর কল্পনায়
হাসনাহেনার গন্ধে আকুল হয়ে,
উটপাখি কি উড়তে শিখে যায়?
স্বপ্নে একবার গেলাম সাহারায়,
মরীচিকায় নিজের ছায়া দেখি।
হাত বাড়াতেই ধরতে পেয়ে যাই
দৃষ্টিভ্রম ও সত্যি হলো নাকি!
এক দুপুরে আকাশ ভরা জোছনা
চাঁদের হাসি বাঁধ যেন মানছে না।
সুরুয- চাঁদের কোলাকুলি দেখি
মা-প্রকৃতি মাতাল হলো, সে কি!
ঘোর নিশীথে ভৈরবী রাগ বাজে
তানপুরা আর মাদল সমান ঝাঁঝে
ঝিঁঝিঁপোকার ঘুম নেই আজ চোখে
প্রেতাত্মারা সজোরে নাক ডাকে।
জলপ্রপাতের সঙ্গীত সুরে
সাগর ছুটে আসে
ঠাকমা কে আজ গপ্পো শোনাই
বছর আঠেরো মাসে।
চড়াই পাখি ডিম ফোটাবে কাল
উৎসবে তাই পাড়ায় হুলুস্থুল,
রূপসী মেয়ের একগাছ চুল নিয়ে
টোনাটুনিতে বাঁধায় মহা গোল।
তারা খসার শব্দে চমক ভাঙে ;
ফিজিক্স নোটের মোয়া বানিয়ে রাখা।
প্রাক্টিক্যালের শীট হাতে এক চিল
এ যে দেখছি বড্ড গোঁজামিল!