পুরস্কার বিজয়ী কবিতা: চিরঞ্জীব
চিরঞ্জীব
চিরপরিচিত বিস্তীর্ণ গগনে সেদিনও জ্বলবে রবি-
অবিরাম ঝর্ণার গতি, সমুদ্রের কল্লোল -
ময়ূরের পেখমনৃত্য,পবনের ছড়ানো আঁচল-
প্রকৃতি প্রকাশ করবে সবি।
সেদিনও নক্ষত্রখচিত নিশার পানে চেয়ে থাকবে কোনো কিশোরী -
চুলগুলো তার উড়বে বাতাসে-
দুঃখ সেও ছাড়বে নিঃশ্বাসে -
শুষ্ক কপোলে অশ্রু গড়াবে,হাতের ভাঙবে চুড়ি।
সেদিনও কোনো মত্ত হাতি রুদ্রবিলাপ জুড়বে
সবুজের বন কাঁপবে ভয়ে -
দস্যুরা সব প্রাণটা লয়ে-
পলায়নের পথ খুঁজবে।
দূরবিরহিনী সেদিনও বিরহ লুকোবে বেড়ার ফাঁকে-
প্রাণচঞ্চল; বেদনার ভাঁজ-
নিথর দেহে বধূর সাজ-
সখা একা ভাসবে শুধু নদীর বাঁকে বাঁকে।
সেদিনও কোনো তৃপ্ত প্রাণ তৃষ্ণার খোঁজ করবে
সুখের মিষ্টি দংশনে-
তুষ্ট হৃদের অনশনে-
কোমরে গোঁজা বাঁশিতে অনলের সুর বাজবে।
সেদিনও আমি থাকবো-
কারো বা মনে-
খুব গোপনে!
কারো বা ছলে-
অশ্রুজলে!
খুব যতনে থাকব!
গভীর রাতে উঠব জেগে
প্রিয় প্রাণটির হৃদয় থেকে-
ঘুমটি আবার পাড়িয়ে দেবে
কপালে চাঁদের টিপটি এঁকে।
হঠাৎ যদি আসে কেউ
আমায় স্মরণ করতে-
সাগর তখন বাইবে ঢেউ
আমার বিদায় রুখতে।
বিদায় আমার হবে না যেদিন
মৃত্যু আমার ঘটবে-
তোমরা আমায় ভুললে তবেই
মরণ আমার হবে।