সবাইকে ধন্যবাদ কষ্ট করে এই পেজে আসার জন্য। একটি লেখালেখির সাইটে কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রথমত, এটি ভিজিটর দের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে নির্দিষ্ট কোনো লেখা নিয়ে,দ্বিতীয়ত,এটি লেখকদের অনুপ্রেরনা হিসেবে কাজ করে। তাই সবার কাছে অনুরোধ অন্তত কোনো লেখা সম্বন্ধে আপনার মতামত টি জানিয়ে যাবেন।

দেখা গিয়েছে ফেসবুক কমেন্ট সিস্টেম থাকা সত্বেও ভিজিটর রা কমেন্ট করছেন না,প্রধানত অনেকে ফেসবুক থেকে আসেন না তাই করতে পারেন না।তাই এখন থেকে ওয়ার্ডপ্রেসের নির্মিত কমেন্ট সিস্টেম ইনটেন্সডিবেট ব্যাবহার করছি সাইটে। এটি খুবই সহজ ও ইউজার ফ্রেন্ডলি।

ইন্টেন্সডিবেটে আপনারা একাউন্ট ওপেন করে সবসময় খুব সহজে কমেন্ট করতে পারবেন,অথবা শুধুমাত্র নাম,ইমেইল দিয়ে গেস্ট কমেন্ট করতে পারবেন। আপনার কমেন্টের রিপ্লাই এলে তা ইমেইলে নোটিফাই করা হবে।তবে একাউন্ট খুললে একদম সহজে কমেন্ট টি করা যাবে,যেখানে আপনি ইউজারনেম ও ছবি দিতে পারবেন।


নিচে প্রক্রিয়া দেখানো হল

১। একাউন্ট খুলতে চাইলেঃ


intensedebate এ ক্লিক করুন 


তারপর create new account এ ক্লিক করুন

এই পেজে আপনার ইউজারনেম,পাসওয়ার্ড, ইমেইল দিয়ে একটি একাউন্ট খুলুন।


হয়ে গেল


২।গেস্ট কমেন্ট এর জন্য ঃ



name box এ আপনার নাম আর Email ইমেইল দিয়ে কমেন্ট লিখে সাবমিট করুন।

তাহলেই হয়ে গেল

তবে প্রথম কমেন্ট টি আমরা একবারের জন্য মডারেশন করবো।


আর কেউ চাইলে ফেসবুক হতে কমেন্টের সিস্টেম টা তো রইলোই।


ধন্যবাদ আপনাদের সবাইকে