পুরস্কার বিজয়ী গল্প: বাঁধা
বাঁধা
আজ সকালে ঘুম থেকে উঠতেই কেন জানি না মনটা অনেক খারাপ হয়ে গেল। রোজকার সকালের মতো আজকের সকালটা ছিল না। খুবই অচেনা।
প্রতিদিন সকালে উঠে দেখতাম, রাস্তা জুড়ে কত মানুষের আনাগোনা, কত ব্যস্ততা। কোথাও ছিল না কোনো বাঁধা। কিন্তু আজ আশেপাশে নেই কোনো মানুষ। সবাই নিজ ঘরে কাটাচ্ছে এক বন্দী জীবন।
আজ চারপাশের ঘরবাড়ি গুলো মনে হচ্ছে একেকটি জেলখানা। যেন পাখির খাঁচা।
পাখিরা যখন খাঁচায় বন্দী হয় তখন তারা সেই খাঁচা থেকে বের হওয়ার আশায় ছটফট করে, ডানা ঝাপটায় বার বার। কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে থাকে মানুষ নামক এক বাঁধা। আর আজ প্রত্যেকটি মানুষ হয়ে উঠেছে পাখি। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা নামক মহামারি। তারাও আজ পাখিদের মতো ছটফট করছে মুক্তির আশায়। কিন্তু ব্যর্থতা যে ঘিরে রেখেছে এই বিশ্বের মানুষকে।
তবুও তারা থেমে নেই। করে চলেছে যুদ্ধ, শুধুমাত্র মুক্তির উদ্দেশ্যে।
কিন্তু কেউ কী জানে কবে শেষ হবে তাদের এই যুদ্ধ? কবে অবসান ঘটবে তাদের অপেক্ষার? কবে মুক্তি পাবে তারা এই বাঁধা থেকে?