শরত উপন্যাস - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
আমার শরৎঅ উপন্যাসে
প্রকৃতি মুগ্ধতায় ভাসে।
একরাশ হাসি নিয়ে
ঢেউ তীরে আসে।
কাশফুল গুলো হেলে যায় দুলে
বাতাস তাঁহার সাঙ্গ পেলে।
ভালোবাসা ছড়ায় স্নিগ্ধতায়
আল্পনার রং প্রকৃতি আভায়।
নদীর জল শান্ত প্রবাহে ধেয়ে যায়
মাঝি তার আউল বাউল বিরহি গান গায়।
পাখি গুলো সুর তোলে
বেদনা গুলো যায় উড়ে উড়ে।
আর ওভাবেই দীর্ঘশ্বাস ভুলে
আমি চলি নব দিগন্তে।
কিংকর্তব্যবিমূঢ় মনে
কর্মজোয়ার এসে দোলে।
পাখিদের কলকাকলিতে
পূর্ণতা পায় মন,
প্রিয় ঋতুরাজ শরতের আনাগোনায়
শিহরীত জীবন।
প্রতিটি শরৎ নিয়ে আসে মঙ্গলবার্তাই খামে
তাই প্রিয় ঋতুরাজ মোর অলেখা উপন্যাসে।