সুদূরপিয়াসী - লিখেছেন - শাহরিয়ার রিফাত সরকার
চেয়েছিনু যারে, দিয়েছিনু যারে প্রান;
যারে করেছিনু মম হৃদয়ে অম্লান,
সুদূরপিয়াসী- সেই শ্রেয়সী!
চালিয়া যায় ফিরে ফিরে আসি!
ভাবি সে বুঝি আমায়
চিরতরে গেলো ছেড়ে!
পরক্ষণে মম দিবাস্বপনে
সে আসে ফিরে ফিরে!!
আজও,
ভূলিতে পারিনি তারে।
আজও আমি বিভোর তার
মায়াময় সেই সুরে;
একইসাথে দুজন, তবুও
লক্ষ যোজন দূরে!
যেই মনে পড়ে, আজ
আমি নই তার কেউ
স্তব্ধ হিয়ার কিনারে গর্জে
ছলছল জল ঢেউ!
প্রথম সেদিন, সেই বসন্তের দুপুর
ছিলো আলতামাখা রক্তিম
পায়ে তার, স্বর্ণলতার নুপুর।
কাজল মাখা চোখে ছিল
যেন চপল হরিণীর চাহনি!
ভূলিনি, সেদিনটা আজও ভূলিনি!
তার কনক চুড়ির কনকন
সুর আজো আসে ভাসি!
চলিয়া গিয়াছে অজানায়
সেই সুদুরপিয়াসী!
দূর হতে বহুদূর আমি
তারে খুঁজে খুঁজে আসি!
তারপর, কত বসন্ত এলো।
ফুল-পল্লবে ভরিয়ে ধরনী
সেও ফিরে গেলো,
আপন আলয়ে।
জানি, আবার আসিবে ঋতুরাজ
আবার পুষ্প ফুটিবে রাশি রাশি!
শুধু আসিবেনা সেই সুদূরপিয়াসী!