সময় - লিখেছেন - মোঃ আরমান তালুকদার
কালোরাতের বিদীর্ণ চাঁদ ,
অত্যাশ্চার্য আধার কাহিনীর সাক্ষী আমি ।
মানব জীবনের সুখে উদভ্রান্ত
আমি এক অলকননন্দা ।
মানুষের দুঃখের আমি শুধুই প্রত্যক্ষদর্শী !!
আমি সেই অপরাগ - অসহায় সময় ,
পরাধীনতার শিকলে আমি বিধিবদ্ধ !!
ক্রুরতায় রক্তাক্ত ,
অশ্রুজলে ভাসমান
সময় আমি !!
মানব বেদনাকে আমায় যেতে হয় উপেক্ষার ছলে ,
অনুতাপ আত্মগ্লানিতে রচা এই শোকানলে আমি পীড়িত
আমি তৃষাতুর ম্রিয়মাণ সেই সময় !!