দুনিয়া এক গোলকধাধা,শহরেও আছে কাদা,
আমি নামে প্রশাসন,চালান কতক গাধা।
তাইতো আমি মহাজনের কালোনোট,
করে দেই সাদা।

কি বলবো দাদা
দেখেও দেখি না কিছু,
চোখে দেখি ধাধা।
দাদাদের নোটের কাছে
আমার চোখ দুটো যে বাধা।
অসহায় কে রক্ষা করবো,
অত্যাচারীর ভাঙব হাত,
ন্যায়ের সাথে করবো বিচার
আনবো নতুন সুপ্রভাত।

এই করে ছিলাম ওয়াদা
আমার রক্ষকেরা শুনে বলে,
শালা,তুই হলি মস্ত বড় এক গাধা।
নীতি থাক তোর নামে,
এই নীতি বহু মুখস্ত করে
এসেছি আমি আজ এখানে।
নীতি চালায় না পেট,
আমার বউয়ের লাগবে যে বড়
দামী গয়নার সেট।

তাইতো আজকে অত্যাচারী,
ঘুরে বেড়ায় নির্দিধায়
আমার জেলখানা তাকে রক্ষা করে,
আদালত তাকে মুক্তি দেয়।
বদ্ধ ঘরে অসহায় নারী
প্রার্থনা করে আশ্র‍য় চায়,
ধর্ষকেরা আজ লাথি মারে
সমাজের ভাঙা কপাটটায়।

আমাকে চালায় সব বিদ্যেসাগড়
তাতে বিদ্যের অভাব নেই,
 কিন্তু দুঃখের বিষয়,সেই সাগরে 
তৃষ্ণার্তের জন্য পানি নেই।
বলতে গেলে শেষ হবে না,
অন্যায়ের কোথায় শুরু,
আমার রক্ষকেরা বলে দাদা টাকা দিন,
তবেই আপনি আমার গুরু।
তাইতো ওদের লোকে বলে 
ওরা সব,বিদ্যে ভরা গরু।

তাইতো বলি আমি,প্রতিষ্ঠা যদি করতে চাও,
ন্যায়ের পটভূমি
সঙ্গে শুধু বিদ্যে নয়,
রেখো মনুষ্যত্বের গুনি
যাদে অর্জিত সব বিদ্যে দাড়া,
গড়ে না তোলো,অন্যায়ের চারনভূমি।
তরিকুল ইসলাম তিশান
আমি তরিকুল ইসলাম তিশান,অলস মস্তিষ্ক বিশিষ্ট মানুষ নামক এক প্রানী।মস্তিষ্কের নিউরনগুলোকে কাজে না লাগিয়ে সযত্নে মাথায় তুলে রাখাই আমার কাজ।