অমানিশার প্রহরী - লিখেছেন - নুরতাজ উদ্দিন
অমানিশার প্রহরী, ওগো রহিয়াছ কি জাগী?
বিসুভিয়াস ছাড়ি, আসিছে কনফুসিয়াস
রুখিবে কে দ্বার আগি?
নাই গদা ভীম, নাই উমরের তরবারি
ঘুমন্ত সামন্ত; নির্বাক জন্তার কান্ডারী,
লুটে মন্দির মসজিদ তব, জ্বালায়াছে ঘরবাড়ি
সত্যের মাঝে আজ, বিজুরীর বাজ, মিথ্যের বাহাদুরী
ওরে, জাঁহাবাজ, কত নিবি আজ
খুনের অম্বল কারি ?
হইবে দংশন, সকল জংশন ধ্বংসের আহজারী
ওহে! নটরাজ আসিতে হইবে আজ
মৃত্যুরী সাজ , মুক্তির সেহেরা পড়ি
রুখিয়া আগুন, দুঃখের ফাগুন
নদারদ আহাজারী, রাঙা দেব খুন
তুলিয়া নাচন , আতাদের তৃপ্ত করি
নেব প্রতিশোধ , পুরো টায় শোধ
যতদিন নায় আসিবে প্রলয়, নিয়ে শাস্তিরও বোধ
পরিব তব ফাঁসি , নিঃসঙ্কোচ হাসি
ফালায়াছি যে খুলি ,গাদ্দার সারি সারি