মা- লিখেছেন - ইউসুফ হাসান
মা মানে সেই শব্দ,
যেটা বলতে না পেরে বলতে পারো।
মা মানে সেই শব্দ,
শুনতে ছোট বলেই অনেক কিছু পাওয়া।
মা মানে সেই শব্দ,
কথা শিখেই যেটা বলতে পারা।
মা মানে সেই শব্দ,
যেটা নিয়ে বাঙালির গর্ব করা।
মা মানে সেই শব্দ,
কিছু পেলেই যাকে বারবার ডাকা।
মা মানে সেই শব্দ,
কিছু ঘটলেই যাকে উচ্ছ্বসিত হয়ে বলা।
মা হলো সেই নারী,
যার থেকে বলতে শেখা।
মা হলো সেই নারী,
বলার আগেই খাইয়ে দেওয়া।
মা হলো সেই নারী,
যার হাতটা ধরে চলতে শেখা।
মা হলো সেই নারী,
চাওয়ার আগেই যা হাতে পাওয়া।
মা হলো সেই নারী,
যার কাপড় টি দিয়ে হাতটা মোছা।
মা হলো সেই নারী,
মনের কথা যাকে বলতে পারা।
মা হলো সেই নারী,
যার জন্য লেখা এই কবিতা।
মা হলো সেই নারী,
যার শেখানো বাংলাতে এই কবিতা লেখা।