কফিনে অভিমান - লিখেছেন - মিজানুর রহমান
তোমার মৃত মুখোশের চোখে তাকিয়েও যেন আমি আরেকবার প্রেমে পরে যাই,
আমি নিজস্ব সত্তা হারিয়ে তোমাকে খুঁজতে চাই আরও একবার!
বিপর্যস্ত অস্তিত্বের শেষ নিঃশ্বাসের ক্লান্তিতে খুঁজে পেতে চাই তোমার চিবুক,
মানবেতর উন্মাদনায় তোমার নামে প্রলাপ বকতে চাই বারবার।
জানি শুরু থেকে বোনা স্বপ্নগুলোও পরিশ্রান্ত দিনশেষে,
তবু তোমাকে খুঁজতে চাই,
আরো একবার!
পরিশ্রান্ত আকুতি,
কিংবা নিদ্রাহীন বিষন্ন গোধূলি দিনশেষে ফিরিয়ে আনবে হয়ত তোমাকে,
কিন্তু.................
চলো স্বপ্ন গুলো কফিনে পুরে নতুন একটা নাম দিয়ে দেই!