বাগানে সহস্র অপরূপ পুষ্প
কতদিন রহিবে সে নিষ্পাপ
কতদিন সহিবে চরম আঘাত
যেন প্রখর রোদের যন্ত্রণায় শুরু না প্রভাত
কল্পনাতীত এই ধরায় এত হাহাকার তবুও যেন ভালবাসায় পরিপূর্ণ
কেন যেন অর্থ অনর্থের ছড়াছড়ি
আসে যদি কল্পনায় মন হয়ে উঠে ভারী
কেন যেন ক্ষমতা আর আহাজারি
কি লাভ যদি পুষ্প শুকিয়ে যায় না পেরুতেই রাত
সবাই না কেন অভিন্ন
ইতিহাসের দিকে তাকালে পার হয়ে যায় অপরাহ্ন
কি পরিচয় সেই পুষ্পের
যেন সে আবৃত অদৃশ্য আবরনে
দিয়ো না গো ব্যাথা
সে তো কোমল আর নরম
ঠিক যেন শুকনো শিমুল তুলার মতন
বরং তার চেয়েও বেশি
শিশুর হৃদয় এই পুষ্পটি 
মোঃ আরিফ খান E-Mail:arianaling773@gmail.com
fb id : Arif Khan