হও হুশিয়ার - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
জানে অগ্নি, জানে ধরা
জানে জনতা, জানে বংশপরম্পরা।
এ মাটি ছিলো শত মণি মুক্তা ঐশ্বর্যে ভরা।
তবে আজ কেন মোরা হীন?
জানে বৎস, জানে প্রপিতামহ
জানে লোকে জানে অহঃরহ।
আমার মাটির ঐশি করে হরণ
ডেকেছো মোদের মরণ।
তোমার আছে ভুরি ভুরি
তবু করো কেন চুরি??
এ আমার দেশ
আয় তবে এবার গ্রাস করে দেখ বেস!
এ রক্ত হ্রত্তিকা থেকে সবেগে ছুটে
মিসাইলের মতো শত্রুর দিকে পড়ে লুটে।
এ অস্ত্র নিমিষেই করে ধুলিস্যাৎ
যুগের খাতিরে এ অস্ত্র অকস্যাৎ !
তাই বলি হাই
নিমিষেই হবি ছাঁই !
থাক ঘরে বন্ধ, এদেশেরে করিস না রন্ধ্র!
দেশের খাতিরে মোরা মুষ্টিবদ্ব।
না বলি আর
এখন থেকে 'হও হুশিয়ার'!