গল্পটা তোমার আমার - লিখেছেন - বিনিয়ামীন পিয়াস
গল্পটা তোমার আমার-
ছোট্ট একটা কাকের বাসা দুজনার।
তুমি, আমি আর ভালোবাসা
বাঁচি সেথা, বুকে নিয়ে অযুত আশা।
গল্পটা তোমার আমার-
হাতে হাত রেখে দূরে হারাবার।
চোখে স্বপ্ন এঁকে দূর করে ভয়
যেন দুজনায় মহাবিশ্ব করেছি জয়!
গল্পটা তোমার আমার-
যত্ন করে লিখে যাই রোজ বারবার।
চিঠি লিখে ভরে দেই নীল রঙা খামে
ঝড়-খরা যাই হোক, প্রেম কভু থামে?
গল্পটা তোমার আমার-
সুখ-দুখ, হাসি-কান্নার, বেলা অবেলার।
চারিদিক শুনশান, শুধু তুমি আমি
এমন একটা দিন দিয়ো অন্তর্যামী!
গল্পটা তোমার আমার-
লেখা হয়নি যা আজও, হবেও না আর।
তবু মিথ্যে জলরঙে আঁকি স্বপ্ন ধূসর
অলীক গল্প শেষ হলো অতঃপর!