চলো ভিজি বৃষ্টিতে - লিখেছেন - ইমরান খান রাজ
চলো, আজ দু'জনায় ভিজি বৃষ্টিতে
চোখে চোখ রেখে অপলক দৃষ্টিতে,
মনের মিলনে তৃপ্ত হোক অনুভূতি !
শীতল বৃষ্টিজল বাহুতে তোমার
আজ, উতলা হলো মনঃপ্রাণ,
অপরুপ মায়াবী তুমি, অদ্ভুত টান !
ক্ষুদ্র স্পর্শে আকুল দীর্ঘশ্বাসে
প্রিয়, কাছে টেনে নিয়ো বারবার,
তোমাকেই ভালোবাসবো আবার !
আবার করি ভুল, হয়ে মসগুল
চলো, হারিয়ে যাই নীল আকাশে,
চলো, পাখি হয়ে ভাসি স্নিগ্ধ বাতাসে !