বাসা - লিখেছেন - বিভা পোদ্দার
তুমি আমাকে দুঃখ দিলে
আমি সেটা গাছ হিসেবে
মাটিতে পুঁতে দিলাম
তারপর তার পাতা বিড়াল, ডাল ছড়াল
এখন সে ইউক্যালিপটাস এর মত লম্বা
আর প্রস্থে এক বিষন্ন বটগাছের মত ভারী
তার শুকনাে পাতায় শালিকের বাসা
কখনাে সখনাে তাতে টুকরাে টুকরাে ভাষা!
নাই না থাকল আশা কিন্তু মস্ত খাসা তার বাসা
মাঝে মাঝে সেখানে আসে
এক হলুদ পাখি
তার কপালে একটা লাল টিপ আঁকা
তিনটি চোখে সে চেয়ে দ্যাখে
আকাশের বুকের ছোট্ট ঘাসের ছায়া!
কখনো এই গাছের নিচে আসে
কতিপয় ক্লান্ত পথিকের দল
ইউক্যালিপটাসের তলায় ছায়া খুঁজতে এসে
হতাশ হয়ে চলে যায়!
দুঃখের বীজে বেড়ে গড়া গাছ
দুঃখই পারে শুধু দিতে!