আলটিমেটাম - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
বহ্নি শিখা আদৌ অনেক দূরে
পারবে না ছুঁতে;সময়ে যাবে সরে
এ আমার ধারনা নিচক
অজানা মোর আচে আর কতক।
ক্ষণে ক্ষণে জন এসে ধরে দেই অনল
কেউবা চেষ্টায় ঢালে একটুখানি জল।
আমার দেশকে করতে চাইলে গ্রাস
একটু খানি অগ্নিদাহ্যে
৭১এর দূর্গ গড়ে,
অচেনা সজ্জায়ই রাজ্যে
৫৬ হাজার বর্গ মাইল জুড়ে।
দিচ্ছি এবার আলটিমেটাম
এবার তবে থাম
নইলে পরে দিতে হবে চওড়া দাম।