আমার নিঃশ্বাস,
নির্বিকার শরীর সন্ধিস্থল।
কি অনায়াসে নেই তুলে,
মন কালো করা ময়লা অবিচল।
নির্ঘুম রাতে নিঝুম কপাটে,
ঘাড়ের কাছে তোমার চলাচল।
ভাঙে নিদ্রা,
আনে অজস্র স্বপ্নের কোলাহল।
তোমার দু'একটি কথা,
এখনো আমায় ভাবনা জাগায়।
আমার মনের প্রকৃতিকে এই কথা,
অপরূপ, মনোরম সুন্দর রাজকন্যা পরীর মত সাজায়।