স্বপ্ন আমার পূরণ হবে
আর কটা দিন পর।
তখন আমি হেসে বেড়াবো যখন তখন।
স্বপ্ন আমার বড় কিছু হওয়ার।
হব আমি ডাক্তার,
হব আমি প্রিন্সিপাল,
সব মিলিয়ে আমি হব আদর্শবান।
নিজের পায়ে দাড়ালে দেবে সম্মান।
মানুষ হতেই হবে এই আমার পণ।
দেখবো আমি বিশ্বটাকে নিজের যোগ্যতায়,
এই হবে স্বপ্ন,
এই হবে আশা,
সব মিলিয়ে এই হবে;
মায়ের ভালবাসা।
নিশাত রহমান অর্পা
হলি ক্রস কলেজের ২য় বর্ষের ছাত্রী। ভালোবাসে নতুন কিছু জানতে এবং ঘুরে বেড়াতে।