সকালের প্রকৃতি - লিখেছেন - জাহিদ সুবেল
সকাল বেলাটা ভারী মিষ্টি
সবুজ পাতায় শিশির আর গাছের ডালে
কোকিলের কুহুকুহু।
সূর্যের লাল রশ্মি
পানিতে পড়তেই
ঝলকে উঠেছে নদী,
নীল আকাশটাও ভারী মিষ্টি আজ।
করছে খেলা আকাশে মেঘের
সাদা গুচ্ছ
আপন মনে
চারিদিক স্তব্ধ, নিবিড়।
ভেজা মাটির গন্ধ ভেসে আসে
নাকে, সবুজে সেজে ওঠে গাছ
গুলোও।
রয়েছে তাতে রং-বেরঙের
পুষ্প।
সকাল বেলার এই নিবিড়তা
হৃদয়কে দিয়েছে এক ফুড়ফুড়ে
সতেজতা।