রূপালি ধূলোর চর - লিখেছেন - নুরতাজ উদ্দিন
তোমার মিষ্টি ঠোঁটের হাসি
আমি বড় লজ্জ্বায় ভালোবাসি
তোমার চোখের আড়ালে চোখ
আমি গঙ্গায় গা ভাসি
তোমার কালচে মেঘের চুল
আমি বাতাসেই মিশে আছি
তোমার বরফি কাটের চিবুক
আমি বরফেই গলে গেছি
তোমার না শোনা কন্ঠ বাঁশি
আমি ভায়োলিন ভুলে গেছি
তোমার আলিঙ্গনের সুখ
আমি দূরেই মেখে গেছি
তোমার দুষ্টু রাগের ক্ষোভ
আমি কল্পনায় এঁকে গেছি
তোমার হঠাৎ চোখের তোপ
আমি খুব দ্রুত সামলে গেছি
তোমার হাত ধরেছে কেউ
আমি হিংসায় জ্বলে গেছি
তোমার ফোঁপানো কান্না ঢেউ
আমি কষ্টেই মরে গেছি
তুমি ভুল করেছ খুব
আমি দু হাত বাড়িয়েই বসে আছি
তুমি জড়িয়ে ধর আমায়
তোমায় ভালোবাসতেই জন্মে আছি
আমার বুকেই তোমার রাত
আমি সেজন্যই বেঁচে আছি
শুধু লজ্জ্বা ভেঙে বল আমি তোমায় ভালোবাসি ।