রক্তিমা - লিখেছেন - মাসরুবা মৌসি

রিক্ত বেদনা... অজস্র অশ্রুধারা যেনো সারা অভোয় ঝরছে।
হঠাৎই... চোখে পড়ে রক্তিমা নিশ্চয়ই জানালার পাশে বসে কাঁদছে।
কে জানে কি হবে।
হতভাগীর কপালে,,, চাল নেউ চুলো নেই, তবুও কেন থাকবে হাহাকার।
কি জানি!!!
আরো কত খেয়েছে মলিন প্রাণ, নষ্ট করেছে কত জীবন, ধ্বংস করেছে কর আশা।
জীবিত হত্যা করেছে কত প্রত্যাশা।
হয়তো এভাবেই ধর্ষিতা রক্তিমার মতোই শেষ হয়েছে হাজারো জীবনের ইতিনামা।