যতন করে খাচায় ভরে
একটি পাখি পুষি
আদর করে নাম দিয়েছি তারে
বুলবুলি রূপসী
বাটি ভরে খেতে দেই তারে
গম মসুরের দানা
তারে ছাড়া মন পাগল পারা
কোথাও মন টিকেনা
পাখি আমার হলুদ বরণ
মাথায় কালো ঝুঁটি
চোখ দুটি তার রাতের আধার
জলে মিটিমিটি।
মিষ্টি সুরে সন্ধ্যা ভোরে
গান ধরে সে পাখি
তাই সোনার খাচায় ভালোবাসায়
যতন করে রাখি।
মোঃ রাকিবুল ইসলাম
E-mail :smrakibulislam5206@gmail.com