পরিচিত আগন্তুক - লিখেছেন - মিজানুর রহমান
অবশ অবয়ব কে সঙ্গী করে অপেক্ষা করি,
আগন্তুক এর অপেক্ষা করি,
পরিচিত আগন্তুক!!
এ ক্যামন সম্বোধন?
নিস্তব্ধতায় আচমকা দীর্ঘশ্বাসে পরিচয় ডুবে আছে.
নিদ্রাহীনতার নেশায় সেই নিস্তব্ধতার সাথে করমর্দন প্রতিবার।
অপরিচিত বলি কিভাবে?
গোধুলীর লাল আভায় আসবার কথা ,
নিঃশ্বাসে হাহাকার আমার,
অপেক্ষা করি ,
কুঞ্চিত ভ্রর চাহনিতে দুরের পথটাতে খুঁজি!
দৃষ্টিভ্রমে হইলেও ফিরে আসো হে আগন্তুক ,
অস্তিত্বের শেষ মুহূর্তটাতে হলেও!
ফিরে আসো,
অপরিচিত কেউ একজন হয়েই ফিরে আসো ,
চেনবার সুযোগ টা পাই যদি তাতে আরেকবার!