অপূর্ণ বাক্য - লিখেছেন - অভিজিৎ সরকার
শেষোক্ত কথাটায় দাঁড়ি বসাবার অবকাশ দাও নি,
হতভম্ব বাক্য শেষ শব্দটুকু হাওয়ায় মিলিয়েছিলো চমকে,
সেই অসম্পূর্ণ বাক্য পূর্ণকরণ আজও অবিচল।
দুপুরের দমকা হাওয়ায়-
তৃষ্ণার্ত কাকের ডাক ভেদ করে শব্দ পৌছায় জানালায়,
একটি করে।বসাই অপূর্ণ বাক্যে।
রৌদ্রজ্জ্বল আকাশ থেকে-
অপ্রত্যাশিত মেঘের দ্বন্দ্ব শব্দ পৌছায় জানালায়,
একটি করে।বসাই অপূর্ণ বাক্যে।
ব্যাকরণবিরুদ্ধ এ চীনাপ্রাচীর সমান বাক্য
আঁকাবাঁকা পথ হয়ে তোমার কাছে পৌছায় যদি,
শেষ দাঁড়িটা বসিয়ে দিও তাতে।
অথবা,বিছানো শব্দের ধাপ বেয়ে বেয়ে পাড়ি দিও এ পথে,
ফিরে এসো নিজেই সমাপ্তির ক্লান্ত দাঁড়িরূপে।