নকশা - লিখেছেন - বিভা পোদ্দার
শুধু তোমার কণ্ঠ শুনব বলে আমি পেরিয়েছি
বিন্দু বিন্দু জুড়ে দিয়ে এক সহস্র প্রান্তর
খালি পায়ে হেঁটে চলেছি
বাকি থাকে আর দুশোটা
কদম ফুলের গন্ধ
কাশবনের শুষ্ক কিছু
বেরঙিন পাতার নকশা
তারপরে কিঞ্চিৎ দলিতমথিত পাপড়ির দানা
তার নির্যাসে এঁকেছিলাম একবুক আশা
তবুও গল্পগুলো তো একই থাকে
শুধু নামটা বদলায়!
নক্ষত্রের যাপিত জীবনের নিস্তরঙ্গতা
কিংবা মধ্যরাত্রির সুখী গল্পের মিথ্যাচার
ভাবনার ডালে ভাসে শিলারাশি ...
তাকে দীক্ষা দিতে বারে বারে হাসি।
কখনো মিলিয়ে দেখো
একবার পাড়ি দিতে পারলে অক্ষিসমুদ্র
দ্রুত বাণিজ্যে যাবো।