নিয়তি আল্লাহর দান
মানুষ করে না নিয়তি প্রতিস্থান।
নিয়তি হলো বিধাতার গড়া
নয় তো কারো হাতে ধরা।
ভাগ্য গড়ে বিধাতা নিজে
সেই ভাগ্য সত্যি হবে নিজের পরিশ্রমে।
বিধি লিখবে নিয়তির কথা
সেই বিধি'ই মোদের ভাগ্যদাতা।
কত সুন্দর মানুষ গড়ে
জন্ম-মৃত্যু নিয়ে সবে,
বিধি মোরে কষ্ট দিল
এই নিয়তি'ই মোর ভাগ্যে ছিল।