নিজের জীবনের উপভোগের দাবিদার তুমিই - লিখেছেন - অতনু মজুমদার
হৃদয়ের আপোষের চোরাবালিতে বন্দি মোরা
হারিয়ে যাই অতীতের গহীনে।
নৃস্তব্ধতার শিকলে বাঁধা আমাদের অলস জীবন।
আট্টোহাসি হাঁসে জীবনের অন্ধ প্রেতাত্বারা,
আমার পরাজয়ে হাঁসে হায়েনারা।
কেউ কি বুঝে আমার স্বপ্ন?
নীল আকাশের কালো মেঘ তারা,
গর্জে উঠে, চিৎকার করে, পেছন থেকে টানে
হায়েনারা! হায়েনারা! হায়েনারা!
জীবনের বাঁধা তারা ছাড়া কিছু নয়।
জীবন তৈরি করো নিজের মত করে
আপোষ করোনা কখনও হায়েনাদের সাথে
তোমার জীবন উপভোগের দাবীদার তুমিই।