নানিজান পান খান - লিখেছেন - বিনিয়ামীন পিয়াস
ছোটোবেলা দেখেছিনু
আমাদের নানিজান
গাল ভরে খায় পান।
হাট থেকে কিনে এনে
হাতে দেয় নানাজান,
কী যে খুশি নানিজান!
গল্প বা আড্ডাতে
মুথে থাকে খিলি পান।
আমাদের নানিজান!
কাঁচা সুপুরির সাথে
পাথরের চুন খান,
মহা খুশি নানিজান।
জর্দা, খয়ের, চুন
একটু বেশিই খান
লাল ঠোঁটে নানিজান।
মুখ ভরে পান রেখে
থুথুতে পিক ছিটান
হাসিমুখে নানিজান।
কেউ এলে তাঁর ঘরে
খেতে পায় খিলিপান
পানে খুশি নানিজান।
সরতাটা হাতে নিয়ে
মিহি করে কেটে যান
সুপুরিটা, নানিজান।
গিয়েছিনু ছোটো কালে
খেয়েছিনু একখান
রসে ভরা খিলি পান।
চক্কর দিয়েছিলো
ছোটো মোর মাথাখান
খেয়ে এক খিলি পান।
এরপরও চমকে
দেখেছিনু, নানিজান
কী আয়েশে পান খান!