অনুগল্প: মধ্যরাত - লিখেছেন - মুহাম্মদ সামি
এমন কী হয় না, একটু প্রশান্তিতে ঘুমাব ??
খুব বেশি নয় একটু প্রশান্তি !!
আমরা এমন কেন ??
সকাল থেকে শুরু সন্ধ্যেয় শেষ !!
প্রশান্তি তো অনেক খুজেছি।
পাই নি তোহ ! পেলে কী এমন হত ?
আচ্ছা ইলেক্ট্রন যেমন নিউক্লিয়াস কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘুরছে,,
আমরাও কী প্রশান্তি কেন্দ্র করে ঘুরছি ??
ইলেক্ট্রন যেমন নিউক্লিয়াস এ পৌছাতে পারে না
আমরাও কী শান্তির কাছে পৌছাতে পারি না ??
না কী সেটাও না??
আমরা বোধহয় গ্যাস এর অনুগুলোর মত এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছি,
কিন্তু স্থির থাকতে পারছি না!
আচ্ছা সবাই বলে প্রেমিকা নাকি শান্তি দিবে!
আচ্ছা তুমিও তো আমার আজন্মের ভালোবাসা
তুমি কী আমাকে একদন্ড শান্তি দিয়েছ??
সেজন্যই আমি পূর্ণিমা রাত্রে আকাশের ওই উজ্জল চাদের আলো গায়ে মাখিয়ে দেবদারু বাগানে অশান্তি খুজেছি!!!
আমি মধ্যরাত এ অশান্তি খুজি!
আমি গত একুশটি শ্রাবন মধ্যরাতে অশান্তি খুজেছি!!