মা - লিখেছেন - হ্যাপি আক্তার
'মা' শব্দটির মাঝে আছে অনেক প্রশান্তি
যাকে ভেবে ভুলে থাকা যায় জীবনের সব অশান্তি।
মাগো,
তোমার যে অনেক ঋণ
জানি পারবে না দিতে কোন দিন।
মাগো তোমার মুখের হাসি
আমি বড্ড ভালোবাসি।
তোমার ভালোবাসায় থাকে না কোন স্বার্থ
তা না বুঝে কেন যে আমি হই অবাধ্য।
তাতে যদিও তুমি পাও অনেক কষ্ট
তবুও তুমি ভুলেও চাও না আমার জীবন হোক নষ্ট।
তোমার ভালোবাসায় থাকে না কোন ছলনা
তাই তোমার সাথে হয় না কোনো তুলনা।
এ পৃথীবিতে আছে যে মানুষ জনে জনে
মাগো তোমাকে মনে পড়ে আমার ক্ষণে ক্ষণে।
যতই পাই মা সবার যতন
হয় না গো মা তোমার মতন।
মায়ের ভালোবাসা শেষ হবে না কভু
এ পৃথিবী ধ্বংস হবে না যভু।
তুমি যে সবার চেয়ে একটু ভিন্ন
তাই তো তুমি অনন্য
আকাশে তারা যেমন রাশি রাশি
হয় নি বলা মা, তোমায় যে আমি অনেক ভালোবাসি।