কত শত আয়োজন - লিখেছেন - প্লাবন মন্ডল
চারদিকে বসন্তের বাসন্তী রং খেলছে ঢেউ,
সেই সাথে বাসন্তী মেলায় হৈ চৈ করছে কেউ।
বিজয়ের ভেলায় ভাসছে দেশ, পঞ্চাশের দুয়ারে।
বিজয় মেলায় আয়োজন খুব, স্বাধীনতা হাত নাড়ে।
পিঠায় পিঠায় দুধের নহর, মিষ্টি তাহার সুবাস,
শীতের চাদরে জিভের তৃষ্ণা মেটানোই প্রয়াস।
উড়ছে ঘুরি কাটাকাটি, কাকে কে কাটে,
ভালোয় ভালোয় দিনগুলো মোর সুতার টানে কাটে।
এসেছে নতুন বছর, বর্ণিল বরণ সাজ,
বৈশাখী মেলায় তার রূপায়ন ঘটল আজ।
সারাবছর ছয় ঋতু, কতশত আয়োজন,
গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে এসবের প্রয়োজন।