কবিতাটা আইরিশ স্কচে বন্দী - লিখেছেন - তানভীর আনান
একটা বেশ লম্বা কাগজ নিবে।
মার্জিনক্রমিক।
একটা লম্বা রেখাকে হ্রদয়ের অনুপাতে বিভক্ত করো।
প্রতিবার দাগ বসাও বিচ্ছিরি ব্যাকরণে।
উত্তাল সমুদ্দুর;
নাচতে দেখে বাইজীর মতোন,
কম্পমান হয় তীরবর্তী
প্রাণগুলো পেগানিনির ভায়োলিনে।
তুমি তাদের থেকে ভিন্ন নও।
"অসহায় শিশু হামাগুড়ি খেলে উদ্যানে।"
একটা বেশ লম্বা কাগজ নিবে।
প্রচ্ছদহীনা।
প্রেমিকের মতোন হারিয়ে ফেলো নিয়ন্ত্রণ।
অভিধান তোমার কাছে লজিক্যাল ফ্যালাসি।
চালাও চাবুক!ছোটাও তোমার ওয়াগন!
তুমি বিশ্বাসী যার ঝলসে গেছে চোখ।
কল্পনায় একটা বিরাট বাগান দেখবে।
তুমি সেসব মৌমাছি থেকে ভিন্ন নও।
কুর্নিশ করো কবিতার কাছে।
"মহান শয়তান,করুণা করো আমার ক্ষমাহীন দুঃখে।"