কিছুটা সময় - লিখেছেন - বিনিয়ামীন পিয়াস
কিছুটা সময় নিজের মত কাটাই
ঘুড়ির মত উড়ে বেড়াই, ছুড়ে ফেলে নাটাই।
কিছুটা সময় আপন মনেই হাসি
বৈঠাখানা জলে ফেলে ডিঙি নাওয়ে ভাসি।
কিছুটা সময় গল্প করি নিজে
হাতের ছাতা ছুড়ে ফেলে, শ্রাবণধারায় ভিজে।
কিছুটা সময় নিশ্চুপ একা থাকি
নতুন এক গল্পের খোঁজে, যা এখনো লেখা বাকি।
কিছুটা সময় কাটে পাগলামি করে
নিজেই নিজেকে খুঁজে ফিরি অদ্ভুত এক ঘোরে।
কিছুটা সময় কাঁদি আপনমনে
বাহির-ভেতর আড়াল করে একান্ত গোপনে।
মাঝেমাঝে তবু কবিতার খাতা খুলি
শব্দের মাঝে আবেগ বসিয়ে কিছুটা সময় ভুলি।
স্রেফ বেঁচে থাকতেই কিছুটা সময় বাঁচি
দুয়ারে দাঁড়িয়ে জমকে দেখেও খানিক সময় যাচি।