হাজার বছর পেরিয়ে - লিখেছেন - কাজী তাহমিনা রেবা
পৃথিবী তুমি সিক্ত নাকি রিক্ত
দীপ্ত নাকি অনাদীপ্ত ?
অজস্র সংঘাত পেরিয়ে তুমি দাঁড়িয়ে
পৃথিবী তুমি স্বপ্নময়! কখনও বা অনুজ্জ্বল,
হাজার বছর পেরিয়ে তুমি আজও অবিচল
তুমি ঘাস ফুলের ডগা কিংবা লাল গোলাপ।
তুমি মৃত্যুমুখী যাত্রার- অশুভ সংকেত
তুমি ক্লান্ত চোখের দিগন্তের বলিরেখা,
তুমি দুশ্চিন্তার পাহাড়, কখনও বা সন্ধ্যাকাশের শুকতারা,
তুমি ধূসর বিবর্ণ রাত্রির পূর্বাভাসের সংকেত
পৃথিবী তুমি পিপাসার্ত মরুভূমি
তুমি অজস্র অশ্রু বিসর্জনের খেলা।
তোমার আঁখি নিঝুম রাতে নির্ঘুম নিস্তব্ধ
তুমি মৃত্যুমুখী শত ব্যথিত হৃদয়ের কান্না
পৃথিবী তুমি ব্যথা জাগা নীড়হারা এক অলীক পাখি।
তুমি সৌন্দর্যের লীলাভূমি
তুমি পুঞ্জিভূত আশা বেদনার মায়াজাল।
তোমার আলাপনে সবাই ব্যতিব্যস্ত
তুমি ক্ষণিকের বিদায়বেলার কান্না,
তুমি দর্শন- দূরদৃষ্টি দৃঢ়তার কবিতামালা।