ধর্ষণ মুক্ত বাতাস - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
স্রষ্টার সৃষ্টির মহান মহীয়ান মানব
আফসোস আজ কিছু বনিছে দানব।
হুশের সাথে সন্ধিতে নাকি মানুষ!
বলে কয়ে সাড়া তারা শ্রেষ্ঠ জাতি
কেউ যায় দুর, শুনে আজানের সুর
লোভ বড্ড তাঁর যপিবে জান্নাত,প্রাপ্য তাঁহার হুর।
কেউ বা প্রস্থান,গিয়ে করে দর্শন
পরকাল ভুলে করে যায় ধর্ষন।
বিকৃত সে মানব
হয়ে যায় দানব।
আজ স্বামী বড় অসহায়
স্ত্রী চোখ মেলিয়া আর নাহি চায়।
মা-বাবার দিলেতে বড্ড ব্যাথা
বাঁচতে শেখার লড়াই! অজ্ঞাত সে কথা।
রাস্তার নিঃস্ব কুকুর আজ
ধিক্কার জানাই! তবু করে যায় স্রাফ
মানুষরুপী কুকুরেরে না মারিলানা সে-কি লাজ !
স্মরন রেখো গুনে রেখো সে পাপ!
আমার চেতনা জুড়ে মুমূর্ষু নারীর আর্তনাদ
আমার স্বপ্নে ধর্ষকের নির্মম মৃত্যুর স্বাদ।
আমি চেয়ে রই ধর্ষন মুক্ত বাতাসের
চেয়ে রই বিশুদ্ধ রক্তমাখা বঙ্গদেশের।