চোখের ভালোবাসা - লিখেছেন - সাদিয়া হক
হে চোখ,
তুমি দয়ার্দ এক মানবিক দেহ বৈভব!
অথচ সেথায় তুমি নিস্তব্ধ!
হায় চোখ!
প্রবলের উদ্ধত অন্যায় এ ভেঙে যায় গরিবের হাজারো স্বপন,
হাওয়ায় মিলিয়ে যায় স্বগা্দপি গরীয়সী জন্মভূমি জননীর শাশ্বত সম্ভম।
চিৎকার করিয়া ও করিতে পারে নি চিৎকার
ভূমিলিপ্সু দানবের বুলডোজার কেড়ে নিয়েছে তনু, আবরার, অভিজিৎ, সাগর, রুনির মতো তাজা রক্তকে!
পরাভূত পদানত জননী আমার,
সত্য বলে, রূখে দাড়ালেই
তুমি শেষ -
হে চোখ! তুমি তা দেখো না।
কেন আমার বোন চোখের মধ্যে ধর্ষিত
কেন সমাজে উঁচু- নিচু ব্যবধান?
বোমারু বিমান দেখে বনভূমি ভূতলে লুটাবে?
এই তবে পৃথিবীর সবশেষ বেদ?
হায় চোখ! হায়রে মানব চোখ!
জন্মান্ধের তুমিই স্বান্তনা।
চলো খুলে দেই দ্বার
যেখানে বব্রতা, কোলাহল, আহত অবুঝ শিশুর বেদনাক্লিষ্ট নীল মুখ, বিচূর্ণ বসতি,
তুমি পরম পশান্তি নিয়ে উপভোগ করতে পারবে না।
মনের চোখ খুলে দেখো
তুমি এখন ও অন্ধ!!